ভারী বৃষ্টি তামিলনাড়ুতে, তুতিকোরিনে জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল
চেন্নাই, ১৬ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর তুতিকোরিন। অবিরাম বৃষ্টিপাতের ফলে তুতিকোরিন শহরের বিভিন্ন অংশে জল জমে গিয়েছে। প্রধান সড়ক এবং জনবসতিপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নীচু এলাকায় অবস্থিত বাড়িতেও জল ঢুকে গিয়েছে। বৃহস্পতিবা
ভারী বৃষ্টি তামিলনাড়ুতে, তুতিকোরিনে জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল


চেন্নাই, ১৬ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর তুতিকোরিন। অবিরাম বৃষ্টিপাতের ফলে তুতিকোরিন শহরের বিভিন্ন অংশে জল জমে গিয়েছে। প্রধান সড়ক এবং জনবসতিপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নীচু এলাকায় অবস্থিত বাড়িতেও জল ঢুকে গিয়েছে। বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টি হয়েছে তামিলনাড়ুর তিরুনেলভেলিতেও।

তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই মতো তুতিকোরিন ও তিরুনেলভেলি-সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ মঞ্চে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতও হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে জেলা প্রশাসন বৃহস্পতিবার তুতিকোরিন জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande