বাহরাইচ, ১৬ অক্টোবর (হি.স.): অবশেষে আতঙ্কের দিন শেষ, উত্তর প্রদেশের বাহরাইচে মানুষখেকো দু'টি নেকড়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কায়সারগঞ্জ এলাকায় বন বিভাগের শ্যুটার দু'টি মানুষখেকো নেকড়েকে গুলি করে মেরেছে। সম্প্রতি ২৫ জনেরও বেশি মানুষকে আক্রমণ করেছিল ওই নেকড়ে।
দেবীপাতন বিভাগের বন সংরক্ষক ডঃ সাম্মারন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ আমরা একটি নেকড়েকে মেরে ফেলেছি, যেটি মানুষের ওপর আক্রমণ করেছিল। মোট চারটি নেকড়ে ছিল, যার মধ্যে দু'টিকে মারা হয়েছে, একটি আহত হয়েছে এবং একটি নিখোঁজ। আমরা এই নেকড়েদের ট্র্যাক করার জন্য ড্রোন ব্যবহার করি। ২৭ সেপ্টেম্বর, মুখ্যমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করতে বাহরাইচ সফর করেছিলেন। তিনি আমাদের নেকড়েদের ধরতে অথবা মারতে নির্দেশ দিয়েছিলেন। আমরা সর্বদা প্রথমে প্রাণীটিকে শান্ত করার এবং ধরার চেষ্টা করি। যদিও তা ব্যর্থ হয়, আমরা প্রাণীটিকে মারতে বাধ্য হই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা