রঞ্জি ট্রফি ক্রিকেটে ইডেনে বাংলার প্রথম ইনিংসে সংগ্রহ ৩২৩ রান
কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে তৃতীয় দিনে রানের পাহাড়ে বাংলা। উদ্বোধনী খেলায় উত্তরাখন্ডের বিরুদ্ধে দলগত স্কোর - ৩২৩ রান। ইডেন গার্ডেন্সে বিপক্ষের ২১৩ রানের বিরুদ্ধে যোগ্য জবাব বাংলার। যদিও প্রথম ইনিংসের পর দলগত রানের সুবাদে ১
ইডেন গার্ডেন্সে একনজরে তৃতীয় দিনে খেলার ফলাফল


কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে তৃতীয় দিনে রানের পাহাড়ে বাংলা। উদ্বোধনী খেলায় উত্তরাখন্ডের বিরুদ্ধে দলগত স্কোর - ৩২৩ রান। ইডেন গার্ডেন্সে বিপক্ষের ২১৩ রানের বিরুদ্ধে যোগ্য জবাব বাংলার। যদিও প্রথম ইনিংসের পর দলগত রানের সুবাদে ১১০ রানে এগিয়ে বাংলা দল। শুক্রবারের খেলায় বিপক্ষের বিরুদ্ধেই (৬/২৭৪), ৬১ রানে এগিয়ে থেকে খেলতে নামে বাংলা। এরপর রানের ব্যবধান বাড়ান দলের অন্যান্যরা। ৪৯ রান যোগ করে বাংলা। এদিকে, এর জবাবে উত্তরাখন্ডের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬৫ রান। তবে, দিনের শেষে বাংলার চেয়ে ৫৫ রানে এগিয়ে রয়েছে বিপক্ষের শিবির। হাতে রয়েছে আরও একদিন সময়। আগামীকাল দু পক্ষের তরফেও জয় - পরাজয়ের লক্ষ্যেই মাঠে নামছে পরস্পর দুই দল। এই মুহূর্তে বাংলার খেলোয়াড়রা তাকিয়ে রয়েছে সেদিকে। তাদের ৮ টি উইকেট দরকার। অল্প রানের মধ্যেই বাঁধতে চাইছে বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande