২০ বছর পর এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করল ভারত
বিশকেক, ১৮ অক্টোবর(হি.স.): শুক্রবার বিশকেকের ডোলেন ওমুরজাকভ স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয়ের মাধ্যমে ভারত ২০২৬ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। এই প্রথমবারের মতো যোগ্যতার ভিত্তিতে ইয়ং টাইগ্রেসর
২০ বছর পর এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করল ভারত


বিশকেক, ১৮ অক্টোবর(হি.স.): শুক্রবার বিশকেকের ডোলেন ওমুরজাকভ স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয়ের মাধ্যমে ভারত ২০২৬ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।

এই প্রথমবারের মতো যোগ্যতার ভিত্তিতে ইয়ং টাইগ্রেসরা মহাদেশীয় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ভারত শেষবার ২০০৫ সালে চ্যাম্পিয়নশিপে খেলেছিল, যখন ১১টি দল সরাসরি অংশগ্রহণ করেছিল। তবে, যোগ্যতা ব্যবস্থা চালু হওয়ার পর থেকে, ভারত কখনও এশিয়ার অভিজাতদের মধ্যে স্থান পায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande