আগামী বছর ক্রিকেট বিশ্ব দেখতে যাচ্ছে ক্রিকেটের নতুন একটি ফরম্যাট:টেস্ট-টোয়েন্টি
নয়াদিল্লি , ১৮ অক্টোবর(হি.স.): আগামী বছরের জানুয়ারিতে শুরু হচ্ছে ক্রিকেটের নতুন ফরম্যাট- টেস্ট-টোয়েন্টি। বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠকে ম্যাথু হেডেন, হরভজন সিং, ক্লাইভ লয়েড ও এবি ডি ভিলিয়ার্স এই নতুন ক্রিকেট ফরম্যাটের সূচনা করেছেন। টেস্ট-টো
আগামী বছর ক্রিকেট বিশ্ব দেখতে যাচ্ছে ক্রিকেটের নতুন একটি ফরম্যাট- টেস্ট-টোয়েন্টি


নয়াদিল্লি , ১৮ অক্টোবর(হি.স.): আগামী বছরের জানুয়ারিতে শুরু হচ্ছে ক্রিকেটের নতুন ফরম্যাট- টেস্ট-টোয়েন্টি। বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠকে ম্যাথু হেডেন, হরভজন সিং, ক্লাইভ লয়েড ও এবি ডি ভিলিয়ার্স এই নতুন ক্রিকেট ফরম্যাটের সূচনা করেছেন।

টেস্ট-টোয়েন্টির নিয়ম কী থাকছে?

**খেলা হবে মোট ৮০ ওভার। **প্রতিটি দল খেলবে দুটো ইনিংস।

**প্রতিটা ইনিংস হবে ২০ ওভারের।

**প্রতিটা ইনিংসের রান পরের ইনিংসে ক্যারিফরওয়ার্ড হবে। ঠিক টেস্ট ক্রিকেটের মতো। **প্রতিটা দল এই ফরম্যাটে দু’বার করে ব্যাট করতে পারবে। অর্থাৎ, একটি দল দুটো ইনিংস মিলিয়ে ৪০ ওভার ব্যাটিং করবে।

**পুরো ম্যাচই শেষ হবে একদিনে।

প্রতিটা দল ১৬ জনের স্কোয়াড নিয়ে তৈরি করতে পারবে দল।প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে ৮ জন ভারতীয় ও ৮ জন বিদেশি ক্রিকেটার রাখতে হবে। প্রথম মরসুমে থাকবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। তিনটি ভারতের আর তিনটি অন্য দেশের।

ক্রিকেটের এই সংস্করণ উদ্ভাবন করেছেন ওয়ান-ওয়ান সিক্স নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande