মোবাইল কেনার জন্য একাধিক শর্ত, প্রতিবাদে সামিল অঙ্গনওয়াড়ি কর্মীরা
কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল কেনার জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। মোবাইল কেনার জন্য বরাদ্দ করা হয়েছে ১০ হাজার টাকা। কিন্তু মোবাইল দেওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে একাধিক শর্ত। নির্দিষ্ট মানের মোবাইল কিনতে
মোবাইল কেনার জন্য একাধিক শর্ত, প্রতিবাদে সামিল অঙ্গনওয়াড়ি কর্মীরা


কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল কেনার জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। মোবাইল কেনার জন্য বরাদ্দ করা হয়েছে ১০ হাজার টাকা। কিন্তু মোবাইল দেওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে একাধিক শর্ত। নির্দিষ্ট মানের মোবাইল কিনতে হবে কর্মীদের। এমনকী সেই মোবাইল হারিয়ে গেলে, চুরি হলে অথবা ভেঙে গেলে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সেই শর্ত মানতেই নারাজ অঙ্গনওয়াড়ি কর্মীরা। শনিবার বিকেলে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকের কাছে প্রতিবাদ জানালেন সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির জেলা নেতৃত্বরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande