পাহাড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ২, আহত ৩
দার্জিলিং, ১৮ অক্টোবর, (হি.স.): পাহাড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যুবকের৷ শনিবার দুর্ঘটনাটি ঘটে কার্শিয়াং মহকুমার পাঙ্খাবাড়ি এলাকার তিনঘুমটিতে৷ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন যুবক৷
পাহাড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ২, আহত ৩


দার্জিলিং, ১৮ অক্টোবর, (হি.স.): পাহাড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যুবকের৷ শনিবার দুর্ঘটনাটি ঘটে কার্শিয়াং মহকুমার পাঙ্খাবাড়ি এলাকার তিনঘুমটিতে৷ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন যুবক৷

এই বিষয়ে কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, সকালে একটা দুর্ঘটনা ঘটেছে৷ ওই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে৷ তিন জন আহত হয়েছেন৷ প্রত্যেকেই নকশালবাড়ির বাসিন্দা৷ আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷ কেন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের একজন নকশালবাড়ি ব্লকের ফুটানিমোড়ের বাসিন্দা সুমিত সিংহ৷ অন্যজন কোটিয়া জোতের বাসিন্দা রাজেশ পাসোয়ান৷ আহতরা রথখোলার বাসিন্দা রাজ দাস ও তারক বিশ্বাস এবং কোটিয়া জোতের বাসিন্দা করণ ঠাকুর৷

শুক্রবার মাঝরাতে গাড়িতে করে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন ওই পাঁচ জন৷ শনিবার তাঁরা বাড়ি ফিরছিলেন৷ ভোরে পাঙ্খাবাড়ির রাস্তায় বাঁক নেওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি এবং গড়িয়ে খাদে পড়ে যায়৷ ঘটনাটি দেখতে পান স্থানীয়রা৷

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande