দুর্গাপুর, ১৮ অক্টোবর (হি.স.) : দুর্গাপুরে সাংবাদিক ও জনসম্মুখে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন যে নির্যাতিতার পরিবারের সরলতাকে কাজে লাগিয়ে তদন্তে ভুল তথ্য পরিবেশিত হয়েছে এবং মেডিক্যাল রিপোর্ট টেম্পার করা হয়েছে। এছাড়া তিনি বলেছেন, যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে, সব ধর্ষণ মামলাই পুনঃতদন্ত করা হবে এবং দোষীদের ফাঁসির দাবি করবেন তারা।
পান্ডবেশ্বরের ডালুরবাঁধে কালী পুজো উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু বলেন, “নির্যাতিতার বাবা-মা জানতেন না মেডিক্যাল রিপোর্ট টেম্পার হয়ে গেছে। ডাক্তারবৃন্দ থেকে পুলিশ যে রিপোর্ট শিখিয়েছে, তা ছাড়া সঠিক রিপোর্ট মেলে না। এটা ক্রিস্টেলের ঘটনার মতো স্পষ্ট।” তিনি আরও যুক্ত করেন, “রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত ধর্ষণ মামলাই রি-ওপেন করা হবে; ধর্ষকদের ফাঁসি দেওয়া হবে।”
দুর্গাপুরে ওড়িশার চিকিৎসা পড়ুয়ার বিরুদ্ধে সম্প্রতি ওঠা গণধর্ষণ অভিযোগ নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক দেখা দিয়েছে। ঘটনার পর থেকে বিজেপি নানা জনসভা ও ধরনার মাধ্যমে প্রতিরোধ চালাচ্ছে। শুভেন্দু তার ভাষণে বলেন, “পাড়ায় পাড়ায় যে ভাবে ধর্ষক তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে মা দুর্গার ত্রিশূলের সাহায্যে লড়াই করে যেতেই হবে। আমার মাটি, আমার দেশ—ধর্ষকদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নেব।”
শুভেন্দু আরও অভিযোগ করেন, “আইকিউসিটি হাসপাতালের মালিক মমতার একটি ঘনিষ্ঠ ব্যক্তির অন্তর্গত; তাই ডাক্তারদের চুপ করিয়ে সত্য চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” তিনি সরকার ও পুলিশের বিরুদ্ধে নানা সমালোচনা তোলেন এবং দুর্গাপুর আন্দোলন পুনরায় শুরু করার ইঙ্গিত দেন।
শুভেন্দুর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। টিভি এবং সামাজিক মাধ্যমে তাঁর বক্তব্য নিয়ে নানা বিতর্ক উঠে এসেছে—কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করছেন, কেউবা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশ ও আনুষ্ঠানিক তদন্ত কর্তৃপক্ষ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ঘটনার ওপর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা