গুয়াহাটি, ১৮ অক্টোবর (হি.স.) : শুভ ‘কাতি বিহু’ (কার্তিক সংক্রান্তি)-র উপলক্ষ্যে রাজভবনে পবিত্র তুলসীমঞ্চে মাটির প্রদীপ প্রজ্বলন করেছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। প্রদীপ প্রজ্বলন করে কৃষক সম্প্রদায়ের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করার পাশাপাশি অসমবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল।
তুলসীমঞ্চে মাটির প্রদীপ প্রজ্বলন করে রাজ্যবাসীর প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল কাতি বিহুর সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেছেন। রাজ্যপাল বলেন, কাতি বিহু এমন একটি উৎসব যা জমির সাথে রাজ্যের মানুষের মধ্যে গভীর সংযোগকে প্রতিফলিত করে। কৃষিভিত্তিক কাতি বিহু পালনের মধ্য দিয়ে রাজ্যের শস্য-শ্যামলা খেত সোনায় ভরপুর হয়ে রাজ্যের কৃষককুলের মধ্যে নতুন আশা ও উদ্যম সৃষ্টি করে। তিনি আশা প্রকাশ বলেন, এই উৎসবের আলো সকলের জন্য সমৃদ্ধি, শান্তি এবং নতুন শক্তি বয়ে আনবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, রাজভবনে কাতি বিহুর মতো অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে অসমের ঐতিহ্যের প্রতি রাজ্যপালের গভীর শ্রদ্ধা, ভক্তি এবং কৃতজ্ঞতার মূল্যবোধকে প্রতিফলিত করে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস