।। রাজীব দে ।।
ঢাকা, ১৮ অক্টোবর (হি.স.) : ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কারগো এরিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। তবে তৎপরতার সঙ্গে বাংলাদেশ বিমানের অগ্নিনির্বাপণ বাহিনী ঝাঁপিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আজ শনিবার বেলা প্রায় ০১:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো এরিয়ায় অগ্নাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আগুন দেখে অত্যন্ত তৎপরতার সঙ্গে ঢাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার থেকে বিমানবাহিনীর অগ্নি নির্বাপণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ অকুস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন।
বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট অগ্নি নির্বাপণে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খবর লেখা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি আগুন।
জানা গেছে, আগুন লাগার কারণ এখনও অস্পষ্ট, তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস