(আপডেট) ঢাকা বিমানবন্দরে আগুন, বন্ধ রাখা হল পরিষেবা
ঢাকা, ১৮ অক্টোবর (হি.স.): অগ্নিকাণ্ড ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগলেও সন্ধ্যা ছয়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের ৩৬টি ইঞ্জিন-সহ কয়েকটি বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত
ঢাকা বিমানবন্দরে আগুন, বন্ধ রাখা হল পরিষেবা


ঢাকা, ১৮ অক্টোবর (হি.স.): অগ্নিকাণ্ড ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগলেও সন্ধ্যা ছয়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের ৩৬টি ইঞ্জিন-সহ কয়েকটি বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে আগুন লাগে। সেই আগুন নেভাতে ঢাকায় অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার থেকে অগ্নি নির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা কাজ করছেন। আগুনের ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের জেরে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande