আগরতলা, ১৮ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা রাজ্য ধরতি আবা জনভাগিদারী অভিযান এবং পিএম জনমন প্রকল্পে সাফল্যের জন্য তিনটি জাতীয় পুরস্কার অর্জন করেছে। ধরতি আবা অভিযানে ত্রিপুরা রাজ্য এবং পিএম জনমন বাস্তবায়নে উত্তর ত্রিপুরা জেলা শ্রেষ্ঠ রাজ্য ও জেলার স্বীকৃতি পেয়েছে। এই পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৭ অক্টোবর নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে জনজাতি কল্যাণ দফতরের সচিব ডঃ কে. শশী কুমার ও জেলা শাসক চাঁদনী চন্দ্রনের হাতে তুলে দেন।
জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনেজানিয়েছেন, ধরতি আবা অভিযানে ৪০৩৬টি ক্যাম্পের মাধ্যমে ১২.৭ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। এ ক্যাম্পে ৫৫,৯৫৮টি আধার কার্ড, ৪৩,৪২৪টি কাস্ট সার্টিফিকেট, ৩৯,৪১৪টি স্থায়ী নিবাস সংশাপত্র, ১৬,৬০২টি পাট্টা এবং ২৭,০৪৯টি আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী কৃষি সম্মাননিধি, জনধন ও জীবনজ্যোতি বিমা যোজনার মাধ্যমে লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছেন।
সাংবাদিক সম্মেলনে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, পিএম জনমন প্রকল্পে রাজ্যের ৬৫,৮৪০টি রিয়াং পরিবারকে সুবিধা দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ১৫,৫৪৮টি পাকা বাড়ি, ১৪১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ৩৮,০১৪টি পরিবারে পানীয় জল, ১১,৬৯২টি পরিবারে বিদ্যুতায়ন, ১০টি মোবাইল নেটওয়ার্ক, ১৮টি বহুমুখী কেন্দ্র ও ৩০টি বনধন বিকাশ কেন্দ্র নির্মিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ