নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): দীপাবলি উপলক্ষে এক্সবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি লিখেছেন, “শুভ দীপাবলি উপলক্ষে, আমি ভারত এবং বিশ্বের সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।”
প্রধানমন্ত্রী লিখেছেন, “দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা। আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি, সুখ এবং সমৃদ্ধিতে আলোকিত করুক। আমাদের চারপাশে ইতিবাচকতার চেতনা বিরাজ করুক।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত