নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): দীপাবলি উপলক্ষে সোমবার এক্সবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতের কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিডিয়ো-সহ লিখেছেন, “আলো ও আনন্দের উৎসব দীপাবলিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি সকলের স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি।”
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “আলো ও আনন্দের পবিত্র উৎসব দীপাবলিতে আমার সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। আলোর এই ঐশ্বরিক উৎসব আমাদের জীবনে নবায়নযোগ্য শক্তি, ইতিবাচকতা এবং সমৃদ্ধি সঞ্চার করুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা। দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদে, দেশে শান্তি, ঐক্য এবং নিরন্তর অগ্রগতির প্রদীপ সর্বদা জ্বলতে থাকুক। শুভ দীপাবলি।”
সুকান্ত মজুমদার কালীমায়ের ছবি-সহ লিখেছেন, “সকলকে জানাই শ্রীশ্রী কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা। মায়ের আগমনে দূর হোক সকল অন্ধকার, দূর হোক দুঃখ-দুর্দশা। মা সকলের জীবনে শক্তি, সাহস, শান্তি ও সমৃদ্ধির আলো ছড়িয়ে দিন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত