মুম্বই, ২০ অক্টোবর (হি.স.): এবার দীপাবলির মুরত লেনদেন হবে মঙ্গলবার। সোমবার কালীপুজোর দিন অন্যান্য দিনের মতোই শেয়ার বাজারের সাধারণ লেনদেন।
সপ্তাহের প্রথম কার্যদিবসে সোমবার লেনদেনের শুরু থেকে বাজার ঊর্ধ্বমুখী। প্রথমে সেনসেক্স ৭০০ পয়েন্টের বেশি উঠে গিয়েছিল। এদিন সকাল ১১টা নাগাদ তা আগের দিনের তুলনায় ৫৬০.৯৪ পয়েন্ট উঠে ৮৪,৫১৮.৯০ অঙ্কে পৌঁছেছে। নিফ্টি ১৭৬.৬০ পয়েন্ট উঠে হয়েছে ২৫,৮৮৮.৯০। ডলারের নিরিখে এগিয়ে রয়েছে টাকাও। মুদ্রার বাজারের লেনদেনের শুরুতে ১ ডলারের দাম ১৪ পয়সা কমে হয়েছে ৮৭.৮৮ টাকা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ