নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): বিহার বিধানসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল এবং প্রার্থীদের ভোটের আগের দিন এবং ভোটের দিন প্রচারে সংবাদপত্রে প্রকাশিত সব বিজ্ঞাপনের জন্য মিডিয়া সার্টিফিকেশন ও মনিটারিং কমিটি-র কাছ থেকে আগাম সার্টিফিকেট নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু প্রচার সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের দাবি। বিহারের ক্ষেত্রে প্রথম দফার জন্য সার্টিফিকেট নেওয়ার তারিখ হল ৫ ও ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফার জন্য ১০ ও ১১ নভেম্বর।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ