নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেটের কাছে একটি ভবনে মঙ্গলবার বিকেলে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ওই ভবনের নীচতলায় গৃহস্থালীর সব জিনিসপত্র পুড়ে গিয়েছে বলে জানা যায়। তবে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হতাহতের কোনও খবর মেলেনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দমকল আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেটের কাছের একটি আবাসনের একটি ফ্ল্যাটে আগুন লাগে। সেই নর্মদা অ্যাপার্টমেন্টের নীচতলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। মাত্র ২০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন দমকল কর্মীরা। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন দমকল বিভাগের আধিকারিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ