নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সে জন্য মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পাশাপাশি নেতানিয়াহুকে জন্মদিনেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার এক্স মাধ্যমে জানিয়েছেন, আমার প্রিয় বন্ধু, তোমার উষ্ণ দীপাবলির শুভেচ্ছার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্মদিনেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি। ভবিষ্যতে ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও সমৃদ্ধ হোক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা