আমেরিকায় অবৈধ জুয়াবিরোধী অভিযানে বাস্কেটবল তারকাসহ গ্রেফতার একাধিক
নিউ ইয়র্ক, ২৪ অক্টোবর (হি.স.): আমেরিকায় অবৈধ বেটিং এবং মাফিয়া পরিচালিত পোকার জালিয়াত চক্রের বিরুদ্ধে অভিযানে এফবিআইয়ের এক বাস্কেটবল তারকা, কোচসহ কয়েক ডজন মানুষকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আমেরিকার ফেডারেলের আইনজীবীরা জানান , ধৃতদের মধ্যে
আমেরিকায় অবৈধ জুয়াবিরোধী অভিযানে বাস্কেটবল তারকাসহ বহু গ্রেপ্তার!


নিউ ইয়র্ক, ২৪ অক্টোবর (হি.স.): আমেরিকায় অবৈধ বেটিং এবং মাফিয়া পরিচালিত পোকার জালিয়াত চক্রের বিরুদ্ধে অভিযানে এফবিআইয়ের এক বাস্কেটবল তারকা, কোচসহ কয়েক ডজন মানুষকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আমেরিকার ফেডারেলের আইনজীবীরা জানান , ধৃতদের মধ্যে রয়েছেন মায়ামি হিট দলের খেলোয়াড় টেরি রোজিয়ার এবং পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সের প্রধান কোচ চনসি বিলাপস। রোজিয়ারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে খেলায় ইচ্ছাকৃতভাবে আঘাত পাওয়ার ভান করে বাজির বাজার প্রভাবিত করার জন্য।আর বিলাপসসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে অবৈধ পোকার খেলার মামলায়। সেই সঙ্গে আইনজীবীরা বলেছেন, নিউ ইয়র্কের পাঁচটি বড় অপরাধচক্রের মধ্যে চারটির সংশ্লিষ্টতা রয়েছে এই চক্রের সঙ্গে। বলা হয়েছে,তারা এমন এক জালিয়াতি চক্র যারা বিখ্যাত ক্রীড়া তারকাদের পোকার খেলতে প্রলুব্ধ করে জালিয়াতির মাধ্যমে লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নিতো।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande