রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা ও গুজরাট দ্বিতীয় খেলায় ইডেনে কাল মুখোমুখি
কলকাতা, ২৪ অক্টোবর (হি. স.) : ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে কাল থেকে ফের মহারণ। রঞ্জি ট্রফি (২০২৫ - ২০২৬) প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলা ক্রিকেট দল দ্বিতীয় খেলায় গুজরাটের মুখোমুখি হতে চলেছে। এই মুহূর্তে ওই দলে একটি মাত্র পরিবর্তন। শাহবাজ আহ
ইডেন গার্ডেন্সে বাংলা দলের অনুশীলনে কোচ


কলকাতা, ২৪ অক্টোবর (হি. স.) : ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে কাল থেকে ফের মহারণ। রঞ্জি ট্রফি (২০২৫ - ২০২৬) প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলা ক্রিকেট দল দ্বিতীয় খেলায় গুজরাটের মুখোমুখি হতে চলেছে। এই মুহূর্তে ওই দলে একটি মাত্র পরিবর্তন। শাহবাজ আহমেদ দলে ঢুকলেন। এই বাদ পড়লেন বিশাল ভাটি। ইডেন গার্ডেন্সে এদিন অনুশীলনের পরসম্ভাব্য বাংলা একাদশ - অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ চ্যাটার্জি, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল (উইকেট রক্ষক), সুমন্ত গুপ্ত, শাহবাজ আহমেদ, সুরজ সিন্ধু জয়সোয়াল, আকাশদীপ, মহম্মদ শামি ও ঈশান পোড়েল। উল্লেখ্য, প্রথম খেলায় বাংলা দল ঘরের মাঠেই উত্তরাখন্ডের কাছে জয় তুলে নিয়েছে। স্বাভাবিকভাবেই বাংলা দলের খেলোয়াড়দের মধ্যেই রয়েছে আত্মবিশ্বাস। ফের জিততে মরিয়া।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande