চোট কাটিয়ে টি-২০ সিরিজে ভারতের বিপক্ষে ফিরছেন ম্যাক্সওয়েল
সিডনি, ২৪ অক্টোবর (হি.স.) : চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০র সিরিজে খেলবে ম্যাক্সওয়েল। তবে শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়েছে। উল্লেখ,নিউ জিল্যান্ড সিরিজে মাউন্ট মঙ্গানুইয়ে নেটে
চোট কাটিয়ে টি টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে ফিরছেন ম্যাক্সওয়েল


সিডনি, ২৪ অক্টোবর (হি.স.) : চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০র সিরিজে খেলবে ম্যাক্সওয়েল। তবে শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়েছে।

উল্লেখ,নিউ জিল্যান্ড সিরিজে মাউন্ট মঙ্গানুইয়ে নেটে অনুশীলনের সময়ে কবজিতে আঘাত পেয়েছিল ম্যাক্সওয়েল। তখন তার হাড়ে চিড় ধরেছিল। তাই অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত নিউ জিল্যান্ডের বিপক্ষে সেই টি-২০সিরিজটি খেলতে পারেনি।

ভারত সিরিজেও খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত টি-২০ সিরিজের শেষ তিন ম্যাচের জন্য দলে তাকে রাখা হয়েছে। আর একটি ওয়ানডে ম্যাচ বাকি আছে ভারতের। এরপরই টি-২০ সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর। ক্যানবেরায় অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande