
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): আগামী ৩১ অক্টোবর লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী। দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়। স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে দেশজুড়ে একতার দৌড়ের আয়োজন করা হয়। ওই দিন দেশবাসীকে একতার দৌড়ে অংশ নিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী সমগ্র দেশের জন্য একটি অত্যন্ত বিশেষ মুহূর্ত। সর্দার প্যাটেল আধুনিক যুগে দেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। গান্ধীজি দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা আন্দোলনে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন। 'খেদা সত্যাগ্রহ' থেকে 'বোর্সাদ সত্যাগ্রহ' পর্যন্ত অসংখ্য আন্দোলনে তাঁর অবদান এখনও স্মরণীয়। আহমেদাবাদ পৌরসভার প্রধান হিসেবে তাঁর কার্যকাল ঐতিহাসিক ছিল। তিনি পরিচ্ছন্নতা এবং সুশাসনকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন। আমি আপনাদের সকলকে ৩১ অক্টোবর দেশজুড়ে আয়োজিত 'একতা দৌড়'-এ অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং কেবল একা নয়, অন্যদের সঙ্গে অংশগ্রহণ করুন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা