
গাজিয়াবাদ, ২৬ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে যশোদা মেডিসিটি হাসপাতালের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। রাষ্ট্রপতি এদিন বলেন, চিকিৎসার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির অগ্রাধিকার হওয়া উচিত।
রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সকল ক্ষেত্রে গুণমানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করা সকল অংশীদারদের দায়িত্ব, যাতে কোনও নাগরিক কার্যকর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। রাষ্ট্রপতি বলেন, চমৎকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সহায়তায় ভারত বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা গন্তব্য হিসেবে আরও স্বীকৃতি অর্জন করবে। রাষ্ট্রপতি আরও বলেন, স্বাস্থ্যসেবা দেশ গঠনের একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষকে রোগ থেকে রক্ষা করা এবং তাদের স্বাস্থ্যের উন্নতি করা সরকারের অগ্রাধিকার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা