
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন দু’দিনের সফরে সেসেলস-এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সে দেশের নির্বাচিত রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হেরমিনির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। রবিবার নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে সেসেলস-এর উদ্দেশ্যে রওনা হন উপরাষ্ট্রপতি।
এই সফরের সময় ডঃ হেরমিনিকে ভারতের শুভেচ্ছা জানাবেন উপরাষ্ট্রপতি এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ, দীর্ঘস্থায়ী এবং সময়-পরীক্ষিত সম্পর্ক পুনর্ব্যক্ত করবেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, সেসেলস ভারতের ভিশন মহাসাগরের অধীনে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর সেশেলসের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও জোরদার করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা