সোমবার সাংবাদিক বৈঠক ডাকলো নির্বাচন কমিশন
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি প্রায় শুরু হয়ে গিয়েছে। সেই আবহেই সোমবার গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হবেন জাতীয় নির
দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দু’দিনের বৈঠক কমিশনের


নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি প্রায় শুরু হয়ে গিয়েছে। সেই আবহেই সোমবার গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৪টে বেজে ১৫ মিনিটে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, দেশের মধ্যে প্রথম বিহারে এসআইআর করে কমিশন। প্রাথমিক ভাবে সে রাজ্যে ৬৫ লক্ষ লোকের নাম বাদ পড়ে। বিহারের সময়ই কমিশন জানিয়েছিল, ধাপে ধাপে সারা দেশে ওই সংশোধনের কাজ চলবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়। বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেয় কমিশন। কাজ এগিয়ে রাখতে ম্যাপিং করে তারা। ২০০২ সালে বাংলায় শেষ বার এসআইআর হয়েছিল। কমিশনের বক্তব্য, এসআইআর করে সব ভোটারের নাম নতুন ভাবে নথিভুক্ত করা হবে। ভোটার তালিকায় নিশ্চিত করা হবে এক জন বৈধ ভোটারও যেন বাদ না যায় এবং এক জনও অবৈধ ভোটার যেন না থাকে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande