ছত্তিশগড়ের কাঁকের জেলায় অস্ত্র–সহ ২১ মাওবাদীর আত্মসমর্পণের ঘটনায় সন্তোষ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের কাঁকের জেলায় অস্ত্র সহ ২১ জন মাওবাদীর আত্মসমর্পণের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র তরফে জা
ছত্তিশগড়ের কাঁকের জেলায় অস্ত্র–সহ ২১ মাওবাদীর আত্মসমর্পণের ঘটনায় সন্তোষ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর


নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের কাঁকের জেলায় অস্ত্র সহ ২১ জন মাওবাদীর আত্মসমর্পণের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন : “আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, ছত্তিশগড়ের কাঁকের জেলায় অস্ত্র সহ ২১ জন মাওবাদীর আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ১৩ জন সিনিয়র ক্যাডার। মোদী সরকারের হিংসার পথ পরিত্যাগ করে সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বানে সাড়া দেওয়ায় তাদের ধন্যবাদ জানাই। বাকি যারা এখনও অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানাই। ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে নকশাল সমস্যা দূরীকরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande