বাংলায় এসআইআর মঙ্গলবার থেকে, জানিয়ে দিল নির্বাচন কমিশন
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে মঙ্গলবার থেকে। সোমবার সকালেই জানা গিয়েছিল, নির্বাচন কমিশন এদিন বিকেল ৪টা ১৫ মিনিটে এক সাংবাদিক বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়সূচি ঘোষণা করবে। এর আগে, প্র
বাংলায় এসআইআর মঙ্গলবার থেকে, জানিয়ে দিল নির্বাচন কমিশন


নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে মঙ্গলবার থেকে। সোমবার সকালেই জানা গিয়েছিল, নির্বাচন কমিশন এদিন বিকেল ৪টা ১৫ মিনিটে এক সাংবাদিক বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়সূচি ঘোষণা করবে। এর আগে, প্রথম পর্যায়ে বিহারে এসআইআর ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় মোট ১২টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর দিনক্ষণ ঘোষণা করা হয়। তালিকায় রয়েছে সেই সব রাজ্য, যেখানে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন, দ্বিতীয় দফায় এসআইআর হবে- বাংলা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, পুদুচেরি, আন্দামান-নিকোবর, গোয়া, গুজরাট, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কেরল-এ।

সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানিয়ে দিল, সফল প্রথম দফার এসআইআর। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে মঙ্গলবার থেকে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর চলবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি, ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande