
ভুবনেশ্বর, ২৭ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ সোমবার ‘মন্থা’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর জেরে ওড়িশার দক্ষিণের আটটি জেলায় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো। রাজ্য সরকার ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২৮টি দল মোতায়েন করেছে।
ওড়িশার রাজস্ব ও বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পুজারী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মন্থার কারণে দক্ষিণ ওড়িশার পাহাড়ি ও নিচু অঞ্চলগুলিতে প্রভাব পড়তে পারে। রাজ্য প্রশাসন সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। বিকেলের মধ্যে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলির সমস্ত মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হবে। বিপর্যয়ের আশঙ্কায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার সকালে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ