
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
উল্লেখ্য, কোচেরিল রমন নারায়ণন (কে আর নারায়ণন) ছিলেন ভারতের দশম রাষ্ট্রপতি, যিনি ২৫ জুলাই, ১৯৯৭ থেকে ২৫ জুলাই, ২০০২ পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ২৭ অক্টোবর, ১৯২০ সালে কেরলের উজাহভুর গ্রামে জন্মগ্রহণ করেন। কে আর নারায়ণন ৯ নভেম্বর, ২০০৫ সালে মারা যান। কেরলের খড়ের তৈরি কুঁড়েঘর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তাঁর জীবনযাত্রা ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক প্রকৃতির প্রতিফলন ঘটায়। তাঁর জীবন এবং কর্ম দেশ ও বিশ্বজুড়ে অগণিত মানুষকে অনুপ্রাণিত করে। নারায়ণনের সাধারণ জীবন থেকে দেশের সর্বোচ্চ পদে পৌঁছানোর যাত্রা ভারতের গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে রয়ে গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ