সর্দার প্যাটেলের আদর্শকে সম্মান জানাতে দেশবাসীকে একতা দৌড়ে শামিল হওয়ার আবেদন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে সকল নাগরিককে ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একতা দৌড়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সোমবার। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন
দেশবাসীকে সর্দার প্যাটেলের আদর্শকে সম্মান জানাতে একতা দৌড়ে শামিল হওয়ার আবেদন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে সকল নাগরিককে ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একতা দৌড়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সোমবার। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পরিচিত এবং দিনটি পালিত হয় সর্দার প্যাটেলের একতা ও ঐক্যবদ্ধ ভারতের দর্শনের প্রতীক হিসেবে।

একতা দিবস ভারত-এর এক প্রশ্নের জবাবে এক্স-এ শ্রী মোদী লিখেছেন: “৩১ অক্টোবর একতা দৌড়ে যোগ দিন এবং ঐক্যের আদর্শকে উদযাপন করুন! আসুন আমরা সম্মান জানাই সর্দার প্যাটেলের ঐক্যবদ্ধ ভারতের দর্শনকে”।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande