ফের পিছলো উমর খালিদদের জামিনের আর্জির শুনানি
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল উমর খালিদদের জামিনের আর্জির শুনানি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ঘটে যাওয়া হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা তথা সমাজকর্মী উমর খালিদ
Supreme court


নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল উমর খালিদদের জামিনের আর্জির শুনানি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ঘটে যাওয়া হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা তথা সমাজকর্মী উমর খালিদকে। হিংসার নেপথ্যে ষড়যন্ত্র করার অভিযোগে তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল শরজিল ইমাম, গুলফিশা ফতিমা এবং মীরান হায়দরকে। ইউএপিএ-র আওতায় গ্রেফতার করা হয় তাঁদের। তার পর থেকে গত ৫ বছর ধরে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন উমররা।

সোমবার তাঁদের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু এ দিন বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন ভি আনজারিয়ার বেঞ্চ শুনানির দিন পিছিয়ে দেয়। আগামী ৩১ অক্টোবর ফের এই মামলার শুনানি হওয়ার কথা। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু দুই সপ্তাহের সময় চেয়েছিলেন বলে আদালত সূত্রে খবর। তবে শীর্ষ আদালত আগামী শুক্রবারের তারিখ ধার্য করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande