প্রধানমন্ত্রী ছট পুজোর সন্ধ্যা অর্ঘ্য অনুষ্ঠান উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশবাসীকে ছট পুজোর পবিত্র সন্ধ্যা অর্ঘ্য অনুষ্ঠান উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র তরফে জানানো হয়েছে, শ
প্রধানমন্ত্রী ছট পুজোর সন্ধ্যা অর্ঘ্য অনুষ্ঠান উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন


নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশবাসীকে ছট পুজোর পবিত্র সন্ধ্যা অর্ঘ্য অনুষ্ঠান উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, শ্রী মোদী এই উপলক্ষ্যে ছটী মাঈয়ার উদ্দেশ্যে নিবেদিত ভক্তিমূলক সঙ্গীত ভাগ করে নিয়েছেন।

এক্স-এ এক পোস্টে শ্রী মোদী লিখেছেন: দেশজুড়ে আমার পরিবারের মানুষজনকে মহান পরব ছটের সন্ধ্যা অর্ঘ্যের অনন্ত শুভকামনা। এই পবিত্রক্ষণে আমাদের অস্তাচলগামী সূর্যকে অর্ঘ্য দেওয়ার চিরাচরিত রীতি অতি বিশিষ্টতা দাবি করে। সূর্যদেবের কৃপায় সকলের কল্যাণ হোক, সকলের জীবনে সুখ, সম্পদ ও সাফল্য আসুক, এই কামনা করি। জয় ছটী মাঈয়া!

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande