
নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : অসমে এখনই ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (স্পেশাল ইনটেনসিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর) হচ্ছে না। এনআরসি প্রক্রিয়া চলছে, তাই অসমে পৃথকভাবে ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ হবে, আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার।
বিহারে প্ৰথম পৰ্যায়ে এসআইআর সম্পন্ন হওয়ার পর এবার দ্বিতীয় পৰ্যায়ের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্ৰক্ৰিয়া শুরু হবে। দ্বিতীয় পৰ্যায়ের ‘বিশেষ নিবিড় সংশোধন’ হবে দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্ৰীয়শাসিত অঞ্চলে। নিৰ্বাচন কমিশনার জানান, কোনও যোগ্য ভোটার যাতে বঞ্চিত না হন এবং অযোগ্যরা যাতে ভোটাধিকার না পান তার জন্য চলবে এসআইআর প্রক্রিয়া।
দ্বিতীয় পৰ্যায়ে এসআইআর হবে পশ্চিমবঙ্গ, ছত্তীশগড়, গুজরাট, কেরালা, মধ্যপ্ৰদেশ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, রাজস্থান, তামিলনাডু এবং উত্তরপ্ৰদেশে। মুখ্য নিৰ্বাচন কমিশনারের ঘোষণা, এই ১২টি রাজ্য এবং কেন্দ্ৰীয়শাসিত অঞ্চলের ভোটার তালিকা আজ রাত থেকে ফ্ৰিজ করা হবে।
তিনি জানান, ১২টি ওই রাজ্যে আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে এসআইআর প্ৰক্ৰিয়া। ১২ রাজ্যের চূড়ান্ত ড্রাফ্ট লিস্ট আগামী বছর ২০২৬ সালের ৭ ফেব্ৰুয়ারি প্ৰকাশ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস