
চেন্নাই, ২৭ অক্টোবর (হি.স.): ঠিক এক মাস আগে তামিলনাড়ুর কারুরে দক্ষিণী তারকা তথা টিভিকে প্রধান বিজয়ের জনসভায় ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। সেই ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সোমবার দেখা করলেন বিজয়।
মল্লপুরমের একটি বেসরকারি হোটেলে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিজয়। অন্তত ২০০ জনের সঙ্গে এ দিন দেখা করার কথা বিজয়ের। পদপিষ্টে আহত কয়েক জনের সঙ্গেও দেখা করার কথা তাঁর। তবে বিষয়টি একান্ত ব্যক্তিগত রাখা হয়েছে বলে টিভিকে-র তরফে জানানো হয়েছে। ওই হোটেলে দলের শীর্ষ স্থানীয় কয়েক জন নেতা ছাড়া সংবাদমাধ্যম বা অন্য কারও প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ