শুক্রবার দিল্লিতে আন্তর্জাতিক আর্য সামিট ২০২৫-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ২.৪৫ নাগাদ নতুন দিল্লির রোহিনীতে আন্তর্জাতিক আর্য সামিট ২০২৫-এ যোগ দেবেন। এই সম্মেলনে উল্লেখযোগ্য দিক হল, মহর্ষি দয়ানন্দ সরস্বতী জি-র ২০০তম জন্মজয়ন্তী এবং আর্য সম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ২.৪৫ নাগাদ নতুন দিল্লির রোহিনীতে আন্তর্জাতিক আর্য সামিট ২০২৫-এ যোগ দেবেন। এই সম্মেলনে উল্লেখযোগ্য দিক হল, মহর্ষি দয়ানন্দ সরস্বতী জি-র ২০০তম জন্মজয়ন্তী এবং আর্য সমাজের সেবার ১৫০ বর্ষপূর্তি উদযাপন।

দেশ-বিদেশে ছড়িয়ে থাকা আর্য সমাজের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা এই শীর্ষ বৈঠকে একত্রিত হবেন। সম্মেলন উপলক্ষে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সেখানে শিক্ষা, সমাজ সংস্কার এবং আধ্যাত্মিক উত্তরণের মাধ্যমে আর্য সমাজের যাত্রার নানা দিক তুলে ধরা হবে।

সমাজ সংস্কারক হিসেবে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার লক্ষ্যেই এই সামিটের আয়োজন। সেইসঙ্গে শিক্ষা, সমাজ সংস্কার ও দেশ গড়ার ক্ষেত্রে আর্য সমাজের ১৫০ বছরের পরম্পরাও এতে তুলে ধরা হবে।

বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande