দিল্লির বাতাস ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত
নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): দূষণ পরিস্থিতির উন্নতি হল না রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার সকালেও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি। সকাল ৮টা নাগাদ বাতাসে দূষণ পরিমাপের সূচক ছিল ৩৫২, যা ‘খুব খারাপ’ পর্যায়েই পড়ে। এছাড়া, আনন্দ বিহার ও বিবেক বিহারে দূষ
দিল্লির বাতাস


নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): দূষণ পরিস্থিতির উন্নতি হল না রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার সকালেও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি। সকাল ৮টা নাগাদ বাতাসে দূষণ পরিমাপের সূচক ছিল ৩৫২, যা ‘খুব খারাপ’ পর্যায়েই পড়ে।

এছাড়া, আনন্দ বিহার ও বিবেক বিহারে দূষণ-পরিস্থিতি ছিল আরও খারাপ। সূচক ছিল যথাক্রমে ৪০৮ এবং ৪১৫, যা ‘গুরুতর’ পর্যায়ে পড়ে। দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের তরফে রাস্তায় রাস্তায় ট্যাঙ্কারে করে জল ছেটানোর কাজ শুরু করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande