
পাটনা, ২৯ অক্টোবর (হি.স.): বিহারের মহাজোটের সমালোচনায় সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কটাক্ষ করে তিনি বলেন, 'মহাজোটের' লোকজন ভোটের জন্য যে কোনও কিছু করতে পারে। বুধবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা গুপ্তা বলেন, তাঁরা দেশকে ছোট করতে পারে। ব্যক্তিগত মন্তব্য করতে পারে। যে কারও মায়ের উপর মন্তব্য করতে পারে। তাঁদের একমাত্র লক্ষ্য হলো ভোট পাওয়া এবং জনগণকে প্রতারিত করা। তাঁরা মনে করে তাঁরা বিহারের জনগণকে প্রতারিত করতে পারে, কিন্তু বিহারের জনগণ উন্নয়ন চায়। তাঁরা এনডিএ-র শাসনকালে যে উন্নয়ন দেখেছে তা চায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা