
মুজফ্ফরপুর, ২৯ অক্টোবর (হি.স.): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার বিহারের মুজফফরপুর থেকে মহাজোটের নির্বাচনী প্রচার শুরু করেছেন। মুজফফরপুরের সাক্রায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপি নীতীশ কুমারের মুখ ব্যবহার করছে এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার চালাচ্ছে।
তিনি বিজেপির সামাজিক ন্যায়বিচারের প্রতি কোনও আগ্রহ নেই বলে অভিযোগ করে বলেন, এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিগত জনগণনার বিরোধিতা করেছেন। রাহুল গান্ধী বলেন, মহাজোটের লক্ষ্য বিহারে শিল্প স্থাপন করা এবং ক্ষমতায় এলে রাজ্যের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি আরও অভিযোগ করেন, এনডিএ সরকার বিমুদ্রাকরণ এবং ত্রুটিপূর্ণ পণ্য ও পরিষেবা কর (জিএসটি) নীতির মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা