নতুন দায়িত্বে আজহার, তেলেঙ্গানার মন্ত্রী হলেন প্রাক্তন ক্রিকেটার
হায়দরাবাদ, ৩১ অক্টোবর (হি.স.): শুক্রবার থেকে নতুন দায়িত্ব বাড়ল আজহারের। তেলেঙ্গানা মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রাক্তন ক্রিকেটার এবং প্রবীণ কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন। শুক্রবার হায়দরাবাদের রাজভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠান
নতুন দায়িত্বে আজহার, তেলেঙ্গানার মন্ত্রী হলেন প্রাক্তন ক্রিকেটার


হায়দরাবাদ, ৩১ অক্টোবর (হি.স.): শুক্রবার থেকে নতুন দায়িত্ব বাড়ল আজহারের। তেলেঙ্গানা মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রাক্তন ক্রিকেটার এবং প্রবীণ কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন। শুক্রবার হায়দরাবাদের রাজভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। আজহার শপথ নেওয়ার পর রেভন্ত রেড্ডি মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬। আজহারের মন্ত্রিত্ব বন্টন এখনও হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande