
নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ যোগ দিচ্ছেন। এই শীর্ষ সম্মেলন মহর্ষি দয়ানন্দ সরস্বতী জির ২০০-তম জন্মবার্ষিকী এবং সমাজে আর্য সমাজের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত জ্ঞান জ্যোতি উৎসবের অংশ। প্রধানমন্ত্রী এদিন বলেন, আর্য সমাজ সর্বদা ভারতীয়ত্বের কথা নির্ভীকভাবে বলেছে।
নারী শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দু'দিন আগে, রাষ্ট্রপতি মুর্মু স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সঙ্গে রাফালে যুদ্ধবিমানে চড়েছিলেন। এখন আমাদের মেয়েরা কেবল যুদ্ধবিমান চালাচ্ছেন না, বরং ড্রোন দিদি হিসেবে আধুনিক কৃষিতেও অগ্রণী ভূমিকা পালন করছেন। এটা অত্যন্ত গর্বের বিষয় যে ভারত বিশ্বে সর্বাধিক সংখ্যক মহিলা এসটিইএম স্নাতক অর্জন করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা