
নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): দিল্লি হিংসার ষড়যন্ত্রে অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামদের জামিনের মামলার মীমাংসা হল না শুক্রবারও। সোমবার ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। শুক্রবার উমর, শারজিলদের আইনজীবীরা বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চে সওয়াল করেন। উমরের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।
শীর্ষ আদালতে তিনি বলেন, যে দিন হিংসার ঘটনাটি হয়, সে দিন উমর দিল্লিতে ছিল না। সিব্বল আদালতে এ-ও জানান যে, উমরের যে বক্তৃতাকে উস্কানিমূলক বলা হচ্ছে, সেই বক্তৃতায় উমর গান্ধীবাদী ধারণার কথা তুলে ধরেন। চাইলে যে কেউ সমাজমাধ্যমে ওই বক্তৃতা শুনতে পারেন বলেও জানান সিব্বল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ