
চণ্ডীগড়, ৩১ অক্টোবর (হি.স.) : ভারত-পাকিস্তান সীমান্তে অভিযান চালানোর সময় পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের জালালাবাদে আন্তর্জাতিক সীমান্তে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিএসএফ। বহিরাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিএসএফের মতে, সীমান্ত ফাঁড়িতে (ডিআরডি পোস্ট নং ৫) কর্তব্যরত হাবিলদার শেখ হামিদ এবং কনস্টেবল পবন কুমারকে শতদ্রু নদীর তীরে সন্দেহজনকভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন। সতর্কতার পর, বিএসএফ কর্মীরা তাকে ঘিরে ফেলে এবং আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত পাকিস্তানি নাগরিকের নাম ইমতিয়াজ আহমেদ, পাকিস্তানের শকরগড় জেলার নারওয়াল তহসিলের পারওয়াল গ্রামের বাসিন্দা।
হিন্দুস্থান সমাচার / সোনালি