
পাটনা, ৩১ অক্টোবর (হি.স.): বিহার বিধানসভা নির্বাচনের জন্য সংকল্প পত্র প্রকাশ করলো এনডিএ। শুক্রবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে সংকল্প পত্র প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান, আরএলএম প্রধান উপেন্দ্র কুশওয়াহা এবং অন্যরা।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, অতি অনগ্রসর শ্রেণীর আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন শ্রেণীর অতি অনগ্রসর শ্রেণীর জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারকের সভাপতিত্বে আমরা একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করব যারা অত্যন্ত অনগ্রসর শ্রেণীর অধীনে বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক অবস্থা মূল্যায়ন করবে এবং এই সম্প্রদায়ের উন্নয়নের জন্য সরকারকে পরামর্শ দেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা