(আপডেট) খারাপ আবহাওয়া, ভুটান সফর বাতিল নির্মলা সীতারমনের
শিলিগুড়ি, ৩১ অক্টোবর (হি.স.): খারাপ আবহাওয়ার কারণে বাতিল হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভুটান সফর। সফর বাতিল হওয়ার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শিলিগুড়িতে রাত্রিযাপন করে শুক্রবার সকালে দিল্লি ফিরে যান। উল্লেখ্য, বৃহস্প
খারাপ আবহাওয়া, ভুটান সফর বাতিল নির্মলা সীতারমনের


শিলিগুড়ি, ৩১ অক্টোবর (হি.স.): খারাপ আবহাওয়ার কারণে বাতিল হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভুটান সফর। সফর বাতিল হওয়ার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শিলিগুড়িতে রাত্রিযাপন করে শুক্রবার সকালে দিল্লি ফিরে যান।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভুটানের পারো বিমানবন্দরে অবতরণ করতে না পারায় অর্থমন্ত্রীর বিমান বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। শিলিগুড়ির একটি হোটেলে রাত্রিযাপনের পর অর্থমন্ত্রী শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে বিজেপি নেতা ও কর্মীরা অভ্যর্থনা জানান। এরপর অর্থমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমনের ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভুটানে সরকারি সফর ছিল। অর্থনৈতিক বিষয়ক বিভাগের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল, এই সফরে ভারত সরকারের সহায়তায় সেদেশে বাস্তবায়িত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শনের কথা ছিল সীতারমনের। এছাড়াও ভুটানের রাজা জিগমে ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগে-র সঙ্গেও সাক্ষাতের কথা ছিল অর্থমন্ত্রী সীতারমনের। ভারত-ভুটান অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার সুযোগ নিয়ে আলোচনা করার জন্য ভুটানের অর্থমন্ত্রী লেকে দোরজির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের কথা ছিল নির্মলা সীতারমনের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande