
বাঁকুড়া, ৩১ অক্টোবর (হি.স.): বাঁকুড়ার বিষ্ণুপুরের পচাডহরা গ্রামে জঙ্গলের রাস্তায় পড়ে থাকতে দেখা গেল একটি মৃত চিতা। এই খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বিষয়টি সামনে আসে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা রাতেই ওই মৃত চিতাবাঘটিকে বাঁকাদহ রেঞ্জে নিয়ে আসেন। কিন্তু কীভাবে ও কোথা থেকে এল চিতাবাঘটি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদের মনে।
ওই এলাকায় হাতির যাতায়াত থাকলেও চিতাবাঘ এর আগে এলাকায় দেখা যায়নি। তাই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাঁকাদহ-জয়রামবাটির রাস্তা পারাপারের সময়ে কোনও গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে বনকর্মীরা মনে করছেন। কিন্তু ওই এলাকায় চিতাবাঘরে উপস্থিতি নিয়ে চিন্তায় বনকর্মীরা। আরও চিতাবাঘ এলাকায় রয়েছে কিনা খতিয়ে দেখা হবে বন দফতরের তরফে। এমনটাই জানা গিয়েছেবিষ্ণুপুরের জঙ্গলে চিতাবাঘ! আতঙ্ক ছড়িয়েছে। কারণ বাঁকুড়ার বিষ্ণুপুরের পচাডহরা গ্রামে জঙ্গলের রাস্তায় একটি মৃত চিতাবাঘ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে বিষয়টি সামনে আসে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গতকাল, রাতেই ওই মৃত চিতাবাঘটিকে বাঁকাদহ রেঞ্জে নিয়ে আসেন। কিন্তু কীভাবে ও কোথা থেকে এল চিতাবাঘটি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদের মনে।
ওই এলাকায় হাতির যাতায়াত থাকলেও চিতাবাঘ এর আগে এলাকায় দেখা যায়নি। তাই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাঁকাদহ-জয়রামবাটির রাস্তা পারাপারের সময়ে কোনও গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে বনকর্মীরা মনে করছেন। কিন্তু ওই এলাকায় চিতাবাঘরে উপস্থিতি নিয়ে চিন্তায় বনকর্মীরা। আরও চিতাবাঘ এলাকায় রয়েছে কিনা খতিয়ে দেখা হবে বন দফতরের তরফে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা