
ফারুখাবাদ, ৩১ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের ফারুখাবাদে দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কাদরি গেট থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর আহত আরও তিনজন। প্রশাসন সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সাহিল। আহত হয়েছে তার স্ত্রী ও সন্তান। তার স্ত্রীর নাম হানসা , দুই সন্তান অয়ন (৩) এবং আয়ান (৪)। শুক্রবার সকালে কাদরি গেট থানা এলাকায় দেওয়াল ধসে যাওয়ায় তারা গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসক সাহিলকে মৃত বলে ঘোষণা করে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন