
শ্রীভূমি (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ শুক্রবার শ্রীভূমিতে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়েছে।
এদিন জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে সহকারী আয়ুক্ত রূপক মজুমদার রাষ্ট্রীয় একতা দিবসের শপথবাক্য পাঠ করান। এতে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেছেন।
সবাই ঐক্য, অখণ্ডতা ও জাতীয় সংহতি রক্ষার দৃঢ় অঙ্গীকার করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. সুমনা নাইডিং, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক ইফতিকার জামান এবং জেলা প্রশাসনের অন্যান্য শাখার আধিকারিক ও কর্মচারীবৃন্দ।
এ উপলক্ষ্যে জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদী তাঁর বক্তব্যে বলেন ‘রাষ্ট্রীয় একতা দিবস ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতীক। এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, দেশের প্রতিটি নাগরিক যেন ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে।’ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দেশের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস