আইআইটি খড়গপুরে জাতীয় ঐক্য দিবস পালন
খড়গপুর, ৩১ অক্টোবর (হি.স.) : শুক্রবার ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আইআইটি খড়গপুরে জাতীয় ঐক্য দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এদিন ইনস্টিটিউটের ডিন, অধ্যাপক, আধিকারিক এবং কর্মীরা বিভিন্ন বিভাগ এবং অফ
আইআইটি খড়গপুরে জাতীয় ঐক্য দিবস পাল


খড়গপুর, ৩১ অক্টোবর (হি.স.) : শুক্রবার ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আইআইটি খড়গপুরে জাতীয় ঐক্য দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এদিন ইনস্টিটিউটের ডিন, অধ্যাপক, আধিকারিক এবং কর্মীরা বিভিন্ন বিভাগ এবং অফিসে সমবেত হয়ে জাতীয় ঐক্যের শপথ গ্রহণ করেন।

এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল ঐক্য, অখণ্ডতা এবং নিরাপত্তার প্রতি দেশের অঙ্গীকারকে আরও দৃঢ় করা। অনুষ্ঠানে বক্তারা ভারতকে একটি সূত্রে আবদ্ধ করার জন্য সর্দার প্যাটেলের অদম্য প্রচেষ্টার কথা স্মরণ করেন এবং জাতি গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য তাঁর জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন।

সারা দিন ধরে আইআইটি খড়গপুর ক্যাম্পাস জুড়ে দেশপ্রেম এবং ঐক্যের চেতনা প্রতিধ্বনিত হতে দেখা গিয়েছে। এই অনুষ্ঠানটি সকলকে মনে করিয়ে দেয় যে সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বকে শক্তিশালী করে ভারতকে ঐক্যবদ্ধ রাখা আমাদের দায়িত্ব।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande