

হাইলাকান্দি (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও আজ শুক্রবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তী শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে একতা দৌড় শীর্ষক এক পদযাত্রা বের করা হয়।
পদযাত্রায় সাংসদ কৃপানাথ মালাহ, জেলা কমিশনার অভিষেক জৈন, সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা, পুরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী, বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী সহ বেসরকারি সংগঠনের কর্মকর্তা, এসএইচজি সদস্য, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ শামিল হয়েছেন।
লৌহমানব প্যাটেলের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন সাংসদ সহ অন্যরা। পাশাপাশি একটি সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন এবং যোগব্যায়াম প্রদর্শনী হয়েছে। এ উপলক্ষ্যে বক্তব্য পেশ করতে গিয়ে সাংসদ কৃপানাথ মালাহ দেশকে ঐক্যবদ্ধ রাখতে লৌহমানব প্যাটেলের সংগ্রামের কথা উল্লেখ করেন। এসএইচজি-র উৎপাদিত সামগ্রীর একটি প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে হাইলাকান্দি শহরে। সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। পক্ষকাল ব্যাপী কার্যসূচির অধীনে এর পর আগামী ৩ নভেম্বর থাকবে বিতর্ক প্রতিযোগিতা, শপথ এবং কুইজ কম্পিটিশন, ৪ নভেম্বর থাকবে বৃক্ষরোপণ অভিযান, ৬ নভেম্বর স্বাস্থ্য শিবির, ফিটনেস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ৭ নভেম্বর অমৃত সরোবর সাফাই অভিযান, সেমিনার এবং ওয়ার্কশপ, ১০ নভেম্বর জেলা পর্যায়ে পদযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম, লৌহমানবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্বদেশী আত্মনির্ভর ভারতের শপথ এবং ১১ নভেম্বর সাফাই অভিযান।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সব কার্যসূচিতে আপামর জনসাধারণকে অংশ নিতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস