
পাথারকান্দি (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : এখন থেকে সপ্তাহের প্রতি রবিবার পাথারকান্দি শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার পাথারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খসরুল হক, হিসাব পরীক্ষক ভাস্কর দাসকে পশে নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি কৃষ্ণ দেবনাথ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, চলতি ইংরেজি বছরের আগামী ২ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে ওষুধের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, কাঁচামাল সহ অত্যাবশক সামগ্রীর দোকানগুলো এই নিয়মের বাইরে রাখা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ইতিমধ্যে বাজারের প্রত্যেক ব্যবসায়ীদের সাথে আলোচনাও হয়েছে বলে জানান কৃষ্ণ দেবনাথ। সাংবাদিক সম্মেলনে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পাথারকান্দি বাজার এলাকার প্রত্যেক ব্যবসায়ীকে নিজ নিজ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্মুখস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও অনুরোধ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস